
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ ২০২২
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ ২০২২ পদের নাম, পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, চাকরির সুযোগ সুবিধাসহ প্রয়োজনীয় তথ্য এই পোষ্টে উপস্থাপন করা হয়েছে । আগ্রহী প্রার্থীদের সঠিক নিয়মে আবেদনের পরামর্শ দেয়া হলো –
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ ২০২২ চাকরির সংক্ষিপ্ত বিবরণ
প্রতিষ্ঠানের নাম | আবুল খায়ের টোব্যাকো কোং লিমিটেড |
চাকরির ধরন | সেলস এন্ড মার্কেটিং |
পদের নাম | ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR) |
শিক্ষাগত যােগ্যতা | এইচ এস সি বা সমমান |
বেতন | ১৩০০০/- + TA-DA ৪ প্রতি কর্ম দিবসে ১০০ টাকা |
উপস্থিতির ঠিকানা তারিখ ও সময | পোষ্টে দেয়া আছে |
আবেদনের সময়সীমা | ২১ ও ২২ জানুয়ারি |
আবেদন যেভাবে | সরাসরি সাক্ষাৎ |
প্রতিবছর স্নাতক ও স্নাতকোত্তর পাস করে বের হওয়া প্রায় ২৮ লাখ তরুণ যে বিশাল বহর প্রতিযোগীতা মূলক চাকরি যুদ্ধে নেমে পড়ে । সেই সকল চাকরি যোদ্ধাদের ক্যারিয়ার গড়ার অন্যতম হাতিয়ার সেরাজবস ডট কম ।
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR)।
শিক্ষাগত যােগ্যতা: ন্যনতম এইচ এস সি বা সমমান পাশ। অভিজ্ঞতা ও সেলস/প্রােমােশন এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অন্যান্য যােগ্যতা ও চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে। Official Mobile Apps ব্যবহারের উপযােগী নিজস্ব Android Mobile Phone থাকতে হবে।
বেতন: ১৩০০০/= TA-DA ৪ প্রতি কর্ম দিবসে ১০০টাকা (বেতনের অতিরিক্ত)।
বয়স : সর্বোচ্চ ৩২ বছর।
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ বিজ্ঞপ্তি 2022
দায়-দায়িত্ব: দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিজস্ব ব্র্যান্ডের কনজাম্পশন এবং মার্কেট শেয়ার উত্তরােত্তর বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকবেন।
কর্মস্থলঃ চট্টগ্রাম, ফেনী, নােয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার অন্তর্ভূক্ত এলাকা সমূহ।
উপস্থিতির ঠিকানা তারিখ ও সময়:
২১ জানুয়ারি, ২০২২ সকাল ৯টা থেকে ১১টা
আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ
৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম।
আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ।
২১ জানুয়ারি, ২০২২ সকাল ১০টা থেকে ১২টা
মেসার্স রফিকুর রহমান ভূঁইয়া, পুরাতন রেজিস্ট্রি অফিস, ভূঁইয়া বাড়ী, পাঠান বাড়ী রােড, ফেনী।
Abul Khair Tobacco Job Circular 2022
আবুল খায়ের গ্রুপ
২১ জানুয়ারি, ২০২২ দুপুর ২টা থেকে বিকেল ৪টা
কালাম মঞ্জিল, বাসা নং-৬৬/১, ২য় তলা (আয়কর অফিস সংলগ্ন), অনন্তপুর, মাইজদী, নােয়াখালী
আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
২২ জানুয়ারি, ২০২২ সকাল ১০টা থেকে ১২টা
২৮৮, সালাম ভবন, ট্রাঙ্ক রােড (পাসপাের্ট অফিসের উত্তর পাশে), নােয়াপাড়া, কুমিল্লা
আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ।
২২ জানুয়ারি, ২০২২ সকাল ৯টা থেকে ১১টা
ফুড গার্ডেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, মুক্তিযােদ্ধা মার্কেট (৪র্থ তলা), মেইন রােড,চক বাজার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর ।
Abul Khair Group Job Circular 2022
যা যা প্রয়োজন: আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উপরােক্ত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরােধ জানানো হয়েছে ।