Home / অনান্য / মিশার ছবিতে দেখা দিলেন শাবানা

মিশার ছবিতে দেখা দিলেন শাবানা

প্রায় ২০ বছর ধরে সিনেমা থেকে দূরে সরে আছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানা মাঝে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন সিনেমা প্রযোজনা করবেন বলে।

কিন্তুত সেসব ঘোষণাতেই সীমবাদ্ধ থেকে গেছে। স্বামী-সন্তানদের নিয়ে বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাস করছেন তিনি।

 

প্রয়োজন ছাড়া দেশেও আসেন না। সর্বশেষ তিনি এসেছিলেন ২০১৭ সালে। সেবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

 

‘বিউটি কুইন’খ্যাত শাবানার দেখা পাওয়াই এখন দুষ্কর। হুট করে তাকে কোথাও পাওয়া যাবে সেই সুযোগ নেই। নিজেকে সবকিছুর আড়ালে নিয়ে গেছেন তিনি।

তবে এতটুকু কমেনি তার আবেদন। এখনো টিভিতে শাবানার সিনেমা প্রদর্শিত হলে দর্শক তা উপভোগ করেন।

 

এখনো এফডিসি বা সিনেমা সংশ্লিষ্ট কোনো আড্ডায় শাবানার নাম এলে সেখানে গল্প জমে উঠে ঢাকাই ইন্ডাস্ট্রির সোনালি দিনের স্মৃতির অহংকারে।

সেই শাবানাকে হঠাৎ দেখা গেল অভিনেতা মিশা সওদাগরের একটি ছবিতে। সম্প্রতি নিউইয়র্কে গিয়েছেন মিশা।

 

সেখানেই দেখা হয়েছিলো শাবানার সঙ্গে। তাকে পেয়ে সেলফি তুলে নিতে ভুল করলেন না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি।

সেই সেলফিতে শাবানা ধরা দিলেন স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিককে সঙ্গে নিয়ে।

 

ফেসবুকে মিশা জানান, সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে অনেক শিল্পীর সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মিশা সওদাগর।

গত শুক্রবার রাতে তিনি ঢাকায় ফিরেছেন। আসার আগে ১৭ এপ্রিল মিশা দেখা করেন শাবানা ও তার স্বামীর সঙ্গে। ওজোন পার্ক এলাকায় সেদিন তারা একসঙ্গে রাতের খাবারও খান।

শাবানার বাসায় ও হোটেলে ফেরার পথে মিশা সেলফিতে নিউইয়র্কের মুহূর্তটা ধরে রাখেন। ফেসবুকে ছবিটি পোস্ট করে মিশা লিখেছেন ‘দ্য লিজেন্ড, দ্য লেসন’।

About admin

Check Also

বয়স কমাতে নিজের ছেলে কে ভাই বলে পরিচয় দেন শ্রাবন্তী

নিজে’র কাজ ও ব্য’ক্তি জীবন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টলিসু’ন্দরী শ্রাবন্তী।এরই মাঝে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *