ইউএস-বাংলা গ্রুপের অধীন শপ লাভার ডটকম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত যোগ্যতা থাকলে, আবেদন করতে পারবেন যে কেউ। সে হিসেবে সুযোগ পেতে পারেন আপনিও।
পদের নাম : সেলস কনসালট্যান্ট/ সিনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ৫টি। আবেদন যোগ্যতা : মার্কেটিং বিষয়ে বিবিএ পাস করতে হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমিউনিকেশন, ক্রিয়েটিভটি, দল পরিচালনা, টেলি মার্কেটিং, টেলিকমিউনিকেশন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সেলস মার্কেটিং, কাস্টমার সাপোর্ট/ ক্লায়েন্ট সার্ভিস, ই-কমার্স, ই-কমার্স অপারেশন, এফসিজি সেলস ও মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বয়স ২২-৩৮ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হওয়ার পর ঢাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
US-Bangla Group Address : House # 77, Sohrawardi Avenue, Baridhara Diplomatic Zone, Dhaka-1212. Web : www.us-bangla.com Business : Group of Companies (Airlines, Real Estate, Education, Medical, Leather Products, Electronics, Fashion, Courier/Air Express, Food Products, Media)