গার্মেন্টস এ বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি , পদের নামঃমেন্ডিং/পিকিউসি/ফাইনাল/গেটআপ/সুইং/সোয়েটার অল প্রসেস… ঠিকানা ঃ নাইম নীটওয়্যার লিঃ জিরাবো,,,,,আশুলিয়া, সাভার, ঢাকা ,,,,,, শেষ তারিখ: 28-02-2022
চাকরির বিবরণ:
১০০% রপ্তানীমূখী গার্মেন্টস ফ্যাক্টরীতে আকর্ষনীয় বেতনে জরুরী ভিত্তিতে নারী/পুরুষ শ্রমিক নিয়োগ করা হইবে।
সুবিধা সমূহঃ
- গ্রুপ ইন্সুরেন্স সুবিধা।
- সম্পূর্ণ কমপ্লাযেন্স ও উৎকৃষ্ট কর্ম-পরিবেশ।
- শ্রম আইন অনুযায়ী বেতন ধরা হয়।
- বাৎসরিক বেতন বৃদ্ধি।
- হাজিরা বোনাস টাকা।
- ঈদ বোনাস।
- অর্জিত ছুটির টাকা প্রদান।
- সার্ভিস বেনেফিট।
- চিকিৎসা সেবা।
- মাতৃত্বকালিন সুবিধা।
- ও অন্যান্য সুবিধা।
এপ্লাই করুন..
অভিজ্ঞতাঃ – অভিজ্ঞ সম্পূর্ণ হতে হবে।
আগ্রহী প্রার্থীকে আবেদন পত্র, ভোটার আইডি কার্ড / জন্ম সনদ, একাডেমিক সার্টিফিকেট, চেয়ারম্যান সনদ পত্র, নমিনীর ১ কপি ছবি ও ভোটার আইডি কার্ড ফটোকপি, নিজের সদ্য তোলা ৫ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি নিয়ে নিচের উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন।
নাইম নীটওয়্যার লিঃ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
কোম্পানি সম্পর্কে
নাম: নাইম নীটওয়্যার লিঃ
ঠিকানা: জিরাবো,আশুলিয়া, সাভার, ঢাকা
বিঃ দ্রঃ চাকরির প্রলোভনে কারও সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। আমাদের সাইট এ পোস্টকৃত কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রদানের শর্তে কোন প্রকার আর্থিক লেনদেন করা হয় না। চাকরী সংক্রান্ত কোন ধরনের আর্থিক লেনদেন করলে তার দায় স্ব-স্ব প্রতিষ্ঠান বা ব্যাক্তি বহন করবে।