কমিউনিটি ব্যাংকে চাকরি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কালেকশন অ্যান্ড রিকোভারি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কালেকশন অ্যান্ড রিকোভারি অফিসার। পদের সংখ্যা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ চলবে না।
পদ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর এনবিএফআইএস ও রিকোভারি অ্যান্ড কালেকশন ফাংশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে স্মার্ট হতে হবে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিসের কাজে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদন শেষ তারিখ : ১ মার্চ, ২০২২
Community Bank Bangladesh Limited, a concern of Bangladesh Police Kallyan Trust, has been established with a vision to serve communities with tailor-made secured solutions abiding by the highest level of corporate governance. It aims to contribute to the economic growth of the country by providing financial products & services to the communities across geographies. State-of-the-art Core Banking System is an enabler to operate centrally in optimum magnitude. Community Bank runs on its three core building blocks i.e. Trust, Security, and Progress.